Ø ব্যবসার জায়গায় প্রত্যেক বৃহস্পতিবার কয়েকটা আতপ চাল দিতে হবে।
Ø বেরনোর সময় কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে যান।
Ø ব্যবসার স্থানে একটি বুদ্ধমূর্তি রাখুন।
Ø ব্যবসার স্থানে ছুরি, কাঁচি অর্থাৎ ধারালো
জিনিস যেন না রাখা হয়।
Ø ব্যবসার জায়গায় ঠাকুর সবসময় রাখতে হবে গদির ডান দিকে বা মাথার উপরের
দিকে। তা হলে ব্যবসায় খুব ভাল ফল পাবেন।
Ø ব্যবসা ভাগ্য ভাল করতে ব্যবসায় ঠাকুরের স্থানে জলশঙ্খ রাখুন এবং তাতে
রোজ ফুল জল দিন। ফুলটা অবশ্যই যেন সাদা রঙের হয়।
Ø কোনও ব্যবসা যদি ভাল না চলে বা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি এসে যায়, তখন উত্তর দিকে যে
কোনও কোনে কাঠের ফ্রেমে বাঁধানো একটি বড় আয়না ঝুলিয়ে রাখুন।
COMMENTS