নিয়মগুলো
কী কী—
1. পুজো শেষ হওয়ার পর
পুরুষরা কখনও ধূপ বা প্রদীপ নেভাবেন না। এতে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।মেয়েরা
কখনও চাল কুমড়ো ছেদন করবেন না।
2. জীবনে অর্থ সমস্যা আসছে? তা হলে কিছুটা ইঁদুরের
তোলা মাটি জোগাড় করে তা বাড়ির ঈশান কোণে পুঁতে দিন। এতে আর্থিক উন্নতি আসবে।
3. কারও সঙ্গে দুর্ব্যবহার
করতে নেই। এতে নিজেদেরই জীবনে খারাপ সময় আসে।
4. সকালে ঘুম থেকে উঠেই
দুই হাতের রেখার দিকে তাকালে বিপদ অনেক কমে যায় এবং সারা দিন খুব ভাল যায়।
5. কাউকে বাঁ হাতে টাকা
দেওয়া এবং নেওয়া একেবারেই উচিত নয়। এতে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়।
COMMENTS