টোটকা
একটি পিতলের কলসি নিতে হবে। যদি পিতলের কলসি সম্ভব না
হয় তা হলে তবে যে কোনও ধাতুর কলসি নেওয়া যেতে পারে। কলসি সম্পূর্ণ জল ভর্তি করতে
হবে। তারপর তার মধ্যে কিছুটা হলুদ এবং কয়েক ফোঁটা সরষের তেল মিশিয়ে বাড়ির উত্তর
দিকের কোণে রেখে দিন।
এই
টোটকার ফলাফল—
1.
এই টোটকাটি যদি সঠিক নিয়ম অনুসারে করা
হয় তা হলে পরিবারের সকল সদস্যদের মঙ্গল হয়।
2. যদি বাড়িতে
পারিবারিক অশান্তি থাকে তা অনেকাংশে কমে যায়।
3. পরিবারের সদস্যদের
মধ্যে সম্পর্ক মধুর হয়।
4. ব্যবসায় মন্দা চললে
এর ফলে উন্নতি হয়।
5. সংসারে আর্থিক
উন্নতি দ্রুত আসে।
6. বাড়ির কেউ যদি বিবাহ
যোগ্য থাকেন অথচ বিবাহে বার বার বাধা আসছে,
সেই বাধা দ্রুত দূর হয়ে যায়।
COMMENTS