• কাঁটা
জাতীয় কোনও গাছ বাড়ির প্রধান দরজার সামনে রাখতে নেই, এতে
নানা রকম সমস্যার সৃষ্টি হয়।
• বাড়ির
প্রধান দরজার সামনে কখনও নোংরা জল জমতে দিতে নেই। যে কোনও শুভ শক্তি বাড়ির প্রধান
দরজা দিয়েই প্রবেশ করে।
• প্রধান
দরজার একেবারে সামনে ডাস্টবিন রাখাও অত্যন্ত অমঙ্গলজনক।
• বাড়ির
প্রধান দরজায় কোনও ভাবে লতা জাতীয় গাছ রাখা যাবে না। এতে বাড়ির মানুষদের প্রচুর ক্ষতি
হওয়ার সম্ভবনা থাকে।
• সব
সময় নজর রাখতে হবে যে, বাড়ির প্রধান দরজা যেন রাস্তার থেকে
উঁচুতে হয়, নীচু না হয়। এতে বাড়িতে নেগেটিভ শক্তির সঞ্চার
ঘটে।
COMMENTS