1.
ব্যবসার
জায়গায়
যেখানে
মা
লক্ষী-
গণেশের
আসন
রয়েছে
সেইখানে
একটা
জলপূর্ন
জলশঙ্খ
রেখে
দিন
এবং
প্রত্যহ
সেই
জল
ব্যবসার
জায়গায়
চারিদিকে
ছিটিয়ে
দিন।
এই
উপায়টি
প্রতিদিন
করুন
আর
অবশ্যই
প্রতিদিন
জল
পরিবর্তন
করতে
হবে।
2.
জোয়ার
চলাকালীন
সেই
জল
এনে
দোকান
বা
বাড়িতে
প্রতিদিন
সকাল
সন্ধ্যায়
ছিটিয়ে
দিলে
উন্নতিতে
বাধা
কাটে,
ব্যবসায়
উন্নতি
হয়।
3.
পরপর পাঁচটা মঙ্গলবার আড়াইশো গ্রাম বাতাসা কোনও স্রোতবতী নদী কিংবা খালে ভাসিয়ে দিতে হবে। এই কাজটা করলে দোকান বা ব্যবসা ভালো চলে।
COMMENTS