জন্মদিনে
জন্মদিনে অর্থাৎ
জন্মবারে পোড়া খাবার খাওয়া একেবারে নিষিদ্ধ। এমনকি সন্তানের জন্মবারে মায়েরও পোড়া খাবার
খেতে নেই। এতে সন্তানের ওপর দুর্ভাগ্যের ছায়া নেমে আসে এবং তার অমঙ্গল হয়।
বৃহস্পতি ও মঙ্গলবার
বৃহস্পতিবার
অর্থাৎ লক্ষ্মীবার পোড়া খাবার খেলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন বলে মনে করা হয়।
মঙ্গলবার পোড়া খাবার খেলেও জীবনে অমঙ্গল সাধিত হয়।
শুভ তিথিতে
যে কোনও শুভ
তিথিতে পোড়া খাবার খেতে নেই। যেমন দুর্গাপুজোর দিনগুলো, দোল পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো ইত্যাদি।
শুভ অনুষ্ঠানে
যে কোনও শুভ
অনুষ্ঠানে পোড়া খাবার খেতে নেই। যেমন বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন প্রভৃতি।
কোনও শুভ কাজে যাওয়ার আগে
কোনও শুভ কাজে
যাওয়ার আগে কখনওই পোড়া খাবার খেয়ে যেতে নেই। এর ফলে কাজটি ভেস্তে যেতে পারে।
COMMENTS