১। ধনতেরাসের দিন বাড়ির সদর
দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকুন। যদি কোনও ভাবে চরণ আঁকা সম্ভব না হয় তবে কিনে
এনেও দিতে পারেন।
২। ধনতেরাসের দিন সন্ধ্যা বেলা
১৩টি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালান। প্রদীপে অবশ্যই সরষের তেল থাকতে হবে।
এই কাজ বাড়ির প্রত্যেকটা সদস্য করতে পারেন।
৩। ধনতেরাসের দিন বাড়িতে রুপোর
লক্ষ্মী গণেশের মুর্তি প্রতিষ্ঠা করুন। যদি রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি সম্ভব না
হয় তবে ফটো বা অন্যান্য ধাতু বা মাটির মূর্তি প্রতিষ্ঠা করা যেতে পারে।
৪। ধনতেরাসের দিন সাতমুখী
রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তবে রুদ্রাক্ষ ধারণ করার সময়
মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার জপ করতে হবে।
৫। এই দিন লক্ষ্মী দেবীর সামনে
একটি লাল চেলি রাখুন এবং তার ওপর ১ টাকা বা ৫ টাকার ১টি কয়েন ও কিছুটা দুর্বা
রাখুন। তার পর একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের কামনা মায়ের কাছে নিবেদন করুন।
COMMENTS