মিলিয়ে নিন কি বলছে নামের অক্ষর
অ: এঁরা প্রচণ্ড পরিশ্রমী৷ প্রেমে আস্থা রাখেন৷ তবে সংসারের একঘেয়ে বাঁধন
পছন্দ করেন না। এঁরা খেতে ভালবাসেন।
আ: এঁরা অত্যন্ত অহংকারী৷ প্রেমিক হিসেবে একেবারেই
বিশ্বস্ত নন৷ কাজের ক্ষেত্রেও এঁরা খুব চ্যালেঞ্জ নিতে পারেন।
ই: এঁরা দ্বিমুখী স্বভাবের৷ যেমন দেখান, এঁরা আদতে সেই রকম হন না। নিজের
আবেগ প্রকাশ করতে খুব একটা স্বচ্ছন্দ্যবোধ করেন না৷
ঈ: প্রিয়জনের থেকে উপহার পেতে ভালেবাসেন৷ কখনও বা
একটু আদুরে গোছের৷ সকলকে নিয়ে চলতে ভালবাসেন।
উ: খুব বেশি কথা বলতে ভালেবাসেন৷ অসততা অপছন্দ৷ এঁদের
মধ্যে শিল্প-প্রতিভা দেখা যায়। কাজের ক্ষেত্রে মনযোগী।
ঊ: এঁরা সাধারণত রোমান্টিকতায় নেই৷ সঙ্গীর শারীরিক
আকর্ষণ এঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ৷ ধৈর্য্য কম।
ঋ: এঁদের কাছে নিজের সঙ্গী সবচেয়ে গুরুত্বপূর্ণ৷
সঙ্গী পছন্দের ব্যাপারে এঁরা খুবই খুঁতখুতে।
এ: শারীরিক আকর্ষণ খুব একটা জরুরি মনে করেন না। নিজেকে সবসময় সেরা প্রমাণ করার তাগিদ রয়েছে। সম্পর্ক নিয়ে সচেতন।
ঐ: সামাজিকতা সম্পর্কে এঁরা খুব সচেতন৷ সবার সঙ্গে মিশলেও এঁরা সঙ্গী নির্বাচন নিয়ে খুব খুঁতখুতে। অর্থকেই জীবনের সব কিছু মনে করেন না।
ও: কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন। রুচিশীল হন। আদর্শবাদী, রোমান্টিক এবং একইসঙ্গে সংবেদনশীল৷
ঔ: সাধারণত এই বর্ণ দিয়ে কোনও নামের শুরু হয় না।
COMMENTS