দেখে নেওয়া যাক ঘরের মেঝে কেমন হওয়া উচিত—
• বাড়ি তৈরির সময় খেয়াল রাখতে হবে, ঘরের
মেঝের দক্ষিণ-পশ্চিম দিকটা যেন উঁচু থাকে। অর্থাৎ জলের প্রবাহ যেন উত্তর বা পূর্ব
দিকে থাকে। ঘরের মেঝের দক্ষিণ-পশ্চিম দিক উঁচু হওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়।
• কিন্তু যদি কোনও ভাবে দক্ষিণ-পশ্চিম দিক নিচু হয়, তা হলে জীবনে নানা দিকে নানা রূপ সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ যদি
দক্ষিণ-পশ্চিম দিক নিচু হয়, তখন জলের প্রবাহ এই দিকে হবে,
বাস্তু মতে এটিকে অত্যন্ত অশুভ বলে মানা হয়।
COMMENTS