মাঙ্গলিক দোষ কি
এই
কথাটি মূলত জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে যুক্ত। জ্যোতিষ
শাস্ত্র মতে আমাদের জীবনের ভাল-মন্দ নির্ধারিত হয় গ্রহদের দ্বারা। আর
এই মাঙ্গলিক দোষের নির্ধারণ কর্তা হলেন মঙ্গল গ্রহ। আমাদের
জন্মছককে ১২টি ভাগে ভাগ করে এক একটি ভাগকে এক একটি কারণের জন্য ঠিক করা হয়েছে। যেমন
কোনও ঘর ভাগ্য, কোনও ঘর অর্থ, কোনও ঘর টাকা এই সব। এই
ঘরে নির্দিষ্ট গ্রহের প্রভাবেই জাতক বা জাতিকার ভাগ্য ঠিক হয়।মঙ্গল গ্রহের কয়েকটি ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জাতক-জাতিকার জীবনে যে সকল ভয়ানক সমস্যার সৃষ্টি হয় তাকে মাঙ্গলিক বা ভৌম দোষ বলা হয়। জন্মকুণ্ডলীতে লগ্ন থেকে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম আর দ্বাদশে মঙ্গলের প্রভাবে মাঙ্গলিক দোষ হয়। এর সঙ্গে আবার খারাপ গ্রহ যেমন কেতু যুক্ত হলে খারাপ ফলের পরিমাণ বেড়ে যায়। আর শুভ গ্রহ থাকলে সেই শুভত্ব খর্ব হয়।
COMMENTS