• বাড়ির মূল দরজা বা ফটকটি কাঠের হওয়া ভাল এবং তা যেন বাড়ি বা ঘরের ভিতর দিকে খোলে। মূল গেট বা দরজা বাইরের দিকে খুললে বাড়ির মালিককে নানা রকম দুশ্চিন্তা বা অসুস্থতা গ্রাস করতে পারে। ধাতব দরজা না লাগানোই ভাল।
• বাড়ির মূল দরজাটি অন্যান্য দরজার থেকে আকারে বড় হওয়া উচিত। না হলে বাড়িতে আর্থিক দুরবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
• সূর্যোদয়ের সময়ে ঘরের জানলাগুলি খুলে রাখা উচিত। এর ফলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে। এই সময়ে ঘরের জানলা বন্ধ করে রাখলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে।
• বাড়ির কোনও দরজার পিছনে ছুরির, তরোয়াল জাতীয় ধারালো জিনিস রাখবেন না। এর প্রভাবে পরিবারের মধ্যেই অশান্তি হতে পারে।
• বেডরুমে কখনওই কোনও ওয়াশ বেসিন রাখবেন না না। এর ফলে দাম্পত্য সম্পর্কে অবিশ্বাস নেমে আসতে পারে। একান্তই যদি তা থাকে, তাহলে তা পরদা দিয়ে আড়াল করে রাখুন।
COMMENTS