জন্ম বার অনুযায়ী আপনি কেমন মানুষ? জেনে নিন।




রবিবারআপনার যদি রবিবারে জন্ম হয়ে থাকে, তবে আপনি অত্যন্ত বর্ণময় চরিত্রসম্পন্ন মানুষ তবে অল্পেই অধৈর্য হয়ে পড়া কোনও কাজ অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়ার প্রবণতা আপনার মধ্যে মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে আপনি সংবেদনশীল, এবং অন্যদের কথাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া আপনার স্বভাব তবে জীবন সম্পর্কে আপনি অত্যন্ত আশাবাদী আপনার জন্ম যদি রবিবার হয় তো আপনি খুব সহজ সরল মিষ্টি প্রকৃতির হয়ে থাকেন আপনার রাগ না থাকলেও সহজে খুব অভিমান হয় আর আপনি মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন  আপনি অল্পতেই ধৈর্যচ্যুত হন ফলে মাঝে মাঝে কাজের মাঝপথে ছেড়ে চলে যাবার প্রবনতা দেখা যায়রবিবারে জন্ম হলে ব্যক্তি সচরাচর মিষ্টান্ন ভোজনপ্রিয়, অভিমানী, আত্মকেন্দ্রীক, ক্রোধী, লোভী, ধনী, কামপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন 
 সোমবার: যদি সোমবারে আপনার জন্ম হয়ে থাকে, তবে আপনি পরিবারমনস্ক স্বভাবের। আপনি সৃজনশীল চিন্তাভাবনার অধিকারী, তবে সেইসব চিন্তা বাইরে প্রকাশ করতে আপনি কুণ্ঠা বোধ করেন। আপনি নেতৃত্ব দিতে ভালবাসেন এবং এই কাজে আপনার বিশেষ দক্ষতাও রয়েছেসোমবার: সোমবারে যাদের জন্ম তারা বিলাসবহুল জীবন যাপন করতে পছন্দ করে এরা ভোগ বিলাশলেও নানা গুনের অধীকারী হয়ম এছাড়া এরা পণ্ডিত, বহুমুখী প্রতিভার, আশাবাদী এবং চরিত্রবান হয়ে থাকেনসোমবারে জাত ব্যক্তি সচরাচর ভোগী, অভিলাষী, গুণী, পণ্ডিত, নানা বিদ্যায় পারদর্শী, আশাবাদী এবং চরিত্রবান হয়ে থাকেনযদি মঙ্গলবার: মঙ্গলবার আপনার জন্মবার হলে বিরূপ সমালোচনা আপনার কাছে অত্যন্ত পীড়াদায়ক বলে মনে হয়। কিন্তু আপনার মধ্যে এমনই এক দুর্বার চালিকাশক্তি এবং আত্মবিশ্বাস রয়েছে যে, আপনি লক্ষ্যে পৌঁছে তবেই ক্ষান্ত হন। আপনি সৎ, ন্যায় অন্যায়ের পার্থক্য আপনি খুব ভাল বোঝেন, এবং পেশাগত ক্ষেত্রে আপনি অত্যন্ত সফলমঙ্গলবারে জাত ব্যক্তি মুর্খসঙ্গ প্রিয় এরা সচারচর ধনী হয়ে থাকেন এই দিনে জন্ম ব্যক্তিরা নিজের স্বাধীনতা নিয়ে চলতে ভালবাসে এদের ভগবানে বিশ্বাস থাকে না অর্থাত্এরা নাস্তিক, অনুপাতহীন ধর্মীয় বিশ্বাসে আস্থা নেই মঙ্গলবারে জাত ব্যক্তি মুর্খসঙ্গ প্রিয়, ধনবান, স্বাধীনচেতা, অধিকাংশ ক্ষেত্রে নাস্তিক, ভোগী, অনুতাপহীন এবং ধর্মশাস্ত্রাদি বিষয়ে অবিশ্বাসী হয়ে থাকেন
বুধবার: আপনার জন্ম কি বুধবারে? তাহলে আপনি আপনার কাজকে খুবই ভালবাসেন, পাশাপাশি ভালবাসেন আপনার সহকর্মীদেরও। অত্যন্ত অল্প সময়ে আপনি নতুন কোনও বিষয় শিখে নিতে পারেন, এবং এই গুণ পেশাগত ক্ষেত্রে আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। কোনও বিষয়ে অকারণে উদ্বেগ করা আপনার স্বভাব নয় বুধবারে জাত ব্যক্তি সচরাচর শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ, দয়ালু, পণ্ডিত হয় এরা মূলত আবেগপ্রবন হয়ে থাকে এই দিনে জন্ম ব্যক্তিরা মানুষকে খুব বিশ্বাস করে তাদের কাছ থেকে আশাবাদী হয়ে থাকে এদের মন জয় করা খুব সহজম আর এরা ভোগ বিলাসী জীবন পছন্দ করে বুধবারে জাত ব্যক্তি সচরাচর শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ, দয়ালু, পণ্ডিত, আবেগপ্রবণ, আশাবাদী, সংবেদনশীল অত্যন্ত ভোগী স্বভাবের হয়ে থাকেন
বৃহস্পতিবার: আপনার জন্ম যদি বৃহস্পতিবারে হয়ে থাকে তবে আপনি অত্যন্ত প্রশংসনীয় কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। আপনার মধ্যে নেতৃত্বদানের সহজাত ক্ষমতা রয়েছে। নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য অত্যন্ত পরিশ্রম করতে পারেন আপনি। আপনি আশাবাদী এবং জীবনে নিত্যনতুন রোমাঞ্চে মেতে ওঠা আপনার স্বভাব। আপনি মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে ভালবাসেন বৃহস্পতিবারে জাত ব্যাক্তি সচরাচর ধার্মিক প্রকৃতির হয়ম এরা বেদ পুরানে খুব বিশ্বাস করে তাছাড়া এরা যেকোনো বিষয়ে সু নিপুন নেতৃত্ব দানে পটু হয়ে থাকে এরা নিজের লক্ষে অবিচল থাকে যেকোনো পরিস্থিতিতে সাফল্য পাওয়ার জন্য বদ্ধ পরিকর থাকে বৃহস্পতিবারে জাত ব্যাক্তি সচরাচর বেদজ্ঞ, ধনসম্পদ পুএ-পৌএাদি পরিবেষ্টিত, অনুচরযুক্ত, আশাবাদী এবং পুর্ণচেতা হয়ে থাকেন
শুক্রবার: আপনার জন্ম যদি শুক্রবারে হয়ে থাকে, তাহলে আপনি খুবই সৃষ্টিশীল প্রকৃতির মানুষ। আপনি অত্যন্ত উদার প্রকৃতির এবং ধর্মকর্মে উৎসাহী। আপনার বাস্তববোধ প্রবল। তবে কোনও ব্যর্থতার হতাশা আপনি চট করে কাটিয়ে উঠতে পারেন নাআপনার জন্ম যদি আপনি কল্পনার জগত থেকে বাস্তবে বেশি বিশ্বাস করেন তবে আপনি খুব শক্ত মনের মানুষ হয়ে থকেন, তাই যেকোনো খারাপ পরিস্থিতি আপনাকে সহজে বিচলিত করতে পারে না শুক্রবারে জাত ব্যাক্তি সচরাচর ভোগী, ধনী, শৌর্য্যশালী, বহুভৃত্য যুক্ত, বেদজ্ঞ, আত্মবিশ্বাসী, দয়ালু এবং খুবই রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন

COMMENTS

The Remedy Point is Registered under G.S.T

We Have 40+ Gold Medalist Astrologers and Energy Healers. In Order to Avoid Any Conflict or Disagreement in Remedy and Prediction, Every Horoscope is Analysed by Multiple Specialist Astrologers. So, The Analysis is Very Unlikely to be Wrong. We also Provide Very Powerful Online and Offline Attunement and Healing Session. Here, You can Get 160+ Types of Reiki (Healing Energy). Study Materials are Available in Both English and Bengali. Certificate will be Issued also after Completion of Any Course. The Products We Sell, will be 100% Genuine as Per Our Knowledge… That’s All.

Name

Astrology Services,5,Blog,40,Latest Offers,2,Meditation,1,New Arrivals,4,Product,3,Reiki Services,6,Slide,11,Spiritual Items,3,Top Selling,14,XYZ Services,11,
ltr
item
The Remedy Point: জন্ম বার অনুযায়ী আপনি কেমন মানুষ? জেনে নিন।
জন্ম বার অনুযায়ী আপনি কেমন মানুষ? জেনে নিন।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrcxHqQTI7mpyNBwbWOihWE4ziRquF7odQbfLVCJJdW-DzzA8tMp2EUNlMgP9r8ykIwIo9KXrEIYYhHomp8RYrTk5OZut1vSLVdDyTx1DEhMKLGrG_KvdKVBow3mQgmQRg9ThQrxpNu1o/s640/rasi-127910.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrcxHqQTI7mpyNBwbWOihWE4ziRquF7odQbfLVCJJdW-DzzA8tMp2EUNlMgP9r8ykIwIo9KXrEIYYhHomp8RYrTk5OZut1vSLVdDyTx1DEhMKLGrG_KvdKVBow3mQgmQRg9ThQrxpNu1o/s72-c/rasi-127910.jpg
The Remedy Point
https://www.theremedypoint.com/2019/04/blog-post_91.html
https://www.theremedypoint.com/
https://www.theremedypoint.com/
https://www.theremedypoint.com/2019/04/blog-post_91.html
true
8004912936233512012
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content