মেষ:
আপনার রাশির অধিপতি মঙ্গল। বর্তমান বছরে আপনার আর্থিক অবস্থা মোটামুটি থাকবে,মিত্যব্যয়ী হলে সঞ্চয় এর
সম্ভবনা আছে। সন্তান দের প্রতি ভালোবাসা থাকলেও তাদের কোনো কোনো আচরণ আপনাকে মানসিক কষ্ট দিতে পারে,বৃহস্পতির প্রভাবে আপনার কর্মস্থান শুভ। চাকুরিজীবি দের পদোন্নতির সহ বদলির যোগ আছে। শিক্ষক,শিক্ষা কর্মে নিযুক্ত ব্যক্তি দের বছর
টি অত্যন্ত শুভ।
খাদ্য,ঔষধ ও
ক্ষুদ্র শিল্প ব্যবসায়ী দের লাভবান হওয়ার সম্ভাবনা ও আছে।
সাবধানে চলাফেরা করবেন,খাওয়া দাওয়া বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে এই বছর মত
বিরোধ হতে পারে। আপনার স্বাধীনচেতা মনোভাবের জন্যই এমন হতে পারে। বর্তমান বছরে আপনার বিবিধ পরিকল্পনার অগ্রগতি ঘটবে। কর্মক্ষেত্র এবং জীবনে নানা পরিবর্তন আসতে পারে। কেউ কেউ নতুন ব্যবসা শুরু করতে পারেন। জাতক-জাতিকাদের হঠাৎ দুর্ঘটনা সম্পর্কে সজাগ থাকা দরকার। আর্থিক ভাগ্য শুভ হলেও পারিবারিক কারণে অতিরিক্ত খরচ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা আছে। নতুন বছরে মেষ রাশিরা বেশ ভালো সময় কাটাতে চলেছে। নতুন যোগাযোগ, ভাগ্য উন্নতির বছর। পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটবে। ছোট-বড় ভ্রমণ, বিদেশের যোগ পুজোর পর আসছে। নতুন প্রেম, বিবাহের যোগ অগ্রহায়ন মাসের পর শুরু হচ্ছে। আমোদ-প্রমোদ, ভালো অর্থাগম / কর্মে উন্নতি এবং মাঝ মাসের পর নতুন চাকরির সম্ভাবনা আছে। পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। হনুমান চালিশা পাঠ ও রক্ত প্রবাল ধারণে উপকার হবে।এই রাশির শুভ সংখ্যা ১, ১১, ২৪, ৩৮, ৬৬। এই রাশির জাতক জাতিকাদের বছরের শুরুটা খুব ভালোভাবে হবে। আপনার সঠিক সিদ্ধান্ত বছরভর আপনাকে সুফল দেবে। তবে পারিবারিক জীবনে অশান্তির আভাস রয়েছে। অসময়ে খাওয়া দাওয়ার কারণে পেটের গোলমাল ভোগাবে। আপনার শুভ রং লাল, সবুজ।
বৃষ রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। আর্থিকভাব শুভ হলেও আশানুরূপ হবে না। চাকরিক্ষেত্রে উন্নতিও আশানুরূপ হবে না। ব্যবসাক্ষেত্রে কোনও শুভাকাঙ্ক্ষীর সহযোগিতা পাবেন। পারিবারিক ক্ষেত্রে কিছু আত্মীয়-স্বজন বিরূপ হতে পারেন। তবে এরই মধ্যে কোনও শুভ সংবাদ পেতে পারেন। শিক্ষাক্ষেত্রে সাফল্যও আশানুরূপ হবে না। উচ্চপদে নিযুক্তদের বদলির সম্ভাবনা রয়েছেবর্তমানে আপনার আর্থিক স্থিতি মোটামুটি থাকলেও বছরের দ্বিতীয়ার্ধে বড় রকমের অর্থ ব্যায় এর সম্ভবনা রয়েছে। অমিতব্যয়ী হওয়ার ফলে আর্থিক চিন্তা থাকবে। সংসারের প্রতি কর্তব্য পালন করলেও তাদের কাছ থেকে খুব একটা সহানুভূতি পাবেন না। দাম্পত্য জীবনে মতবিরোধ দেখা দেবে। সন্তান ভাগ্য শুভ হলেও তাদের উপর নজর রাখা আবশ্যক,শিক্ষা ক্ষেত্রে সাময়িক বাধা-বিঘ্ন এলেও পরে নিজের একাগ্রতার ফলে সাফল্য পাবেন। বর্তমান বছরে ঠান্ডা,ফুসফুস,থাইরয়েড ও শর্করা প্রভৃতি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। আর্থিক চিন্তা আপনাকে গোটা বছরই ভাবাবে। নিকট কোনও মানুষের কাছ থেকে বড় সাহায্য পেতে চলেছেন। জেদ পরিহার করুন ও কটু
কথায় সংযত হন।
অর্থভাগ্য এই বছর
তুঙ্গে থাকবে। মাঝে মাঝে কথার কারণে সমস্যা বাড়বে ও
প্রিয়জন বিচ্ছেদ বা
মনোমালিন্য।বছরের শুরুতে কর্মজীবনে কিছু পরিশ্রম করতে হলেও শেষার্ধে উন্নতি, ভাগ্য ক্ষেত্রে পরিবর্তন আসবে। জৈষ্ঠ্য মাস থেকে ব্যবসা বাড়বে ও জীবন গঠন হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে সাবধানতা ও উত্থান-পতন,
সম্ভাব্য ক্ষেত্রে বিবাহ যোগ। আয়, ব্যবসা ও প্রফেশনের ক্ষেত্রে লাভজনক হবে। বিদ্যায় বাধা নেই। মহালক্ষ্মী মন্ত্র ও
স্তুতি পাঠ। হিরে বা সাদা জারকন ধারণে শুভ ফল
হবে।এই রাশির শুভ সংখ্যা ৩,
১৩, ২৯, ৩২,
৪৫। এ বছর
ধীরে ধীরে আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে। যে কোনও কিছু অর্জন করতে সেই শক্তি সাহায্য করবে। আপনি তীর্থযাত্রাতেও যেতে পারেন। সাফল্য পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
কিছুক্ষেত্রে কাজে হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবন সুখের হবে। আপনার শুভ
রং নীল, গেরুয়া।
মিথুন রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। আপনার মধ্যে যেমন দৃঢ়তা ও কর্মশক্তি রয়েছে তেমনই আছে স্নেহ-মমতার দুর্বলতা। সারা বছরই আপনার কাজের চাপ শরীর ও মনে ক্লান্তি থাকবে। চাকরির পাশাপাশি ব্যবসার মাধ্যমেও রোজগারের সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক যোগ হারানো বা সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। নিজের এবং পরিবারের নানা শারীরিক সমস্যার সম্ভাবনা আছে।কোনো কাজেই সঠিক ভাবেই মনোযোগ দিতে পারবে না।
মাঝে মধ্যে আর্থিক দিক থেকে সমস্যায় পড়বেন। কিন্তু নিজের বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন,পিতা-মাতার প্রতি কর্তব্য পালন করলেও তাদের কাছ থেকে খুব একটা সহানুভূতি পাবেন না। আপনার মানসিকতার ফলে দাম্পত্য জীবনে মাঝে মধ্যেই বিরোধ দেখা দেবে। সন্তান শিক্ষার ব্যাপারে বিঘ্ন ঘটায় সম্ভবনা রয়েছে। আপনার শরীর ভালো থাকলেও মাথার সমস্যা, স্নায়ুবিক সমস্যা,পিত্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বছরের শুরু থেকেই আইনি জটিলতা ও
এলোমেলো সমস্যা থাকবে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ
থাকবে। হঠকারী সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। পৌষ মাসের আগে
বিবাহ যোগ নেই।
সন্তানদের কারণে দুশ্চিন্তা থাকবে। বিদ্যায় বাধা নেই। রাহুর প্রভাবে শরীর খারাপ, হঠাৎ আঘাত যোগ। দাম্পত্য জীবনে মানিয়ে চলুন অগ্রহায়ন মাস পর্যন্ত। ভাগ্যের বিশেষ পরিবর্তন নেই। সম্পত্তির ক্ষেত্র শুভ।
নারায়ণ ও গণেশ পুজোয় কিছু শান্তি আসবে। পান্না রত্ন ধারণে জটিলতা কমবে।গোটা বছরে আর্থিক দুশ্চিন্তা লেগে থাকবে। সর্দি কাশির সমস্যা ছাড়া স্বাস্থ্যের দিক থেকে কোনও বড় সমস্যা দেখা দেবে না।
দাম্পত্য জীবনে কলহ
লেগে থাকতে পারে।এই রাশির শুভ
সংখ্যা ১, ১০,
১৮, ৩৫, ৪০।
মনের কথা প্রকাশ করুন। দেখবেন এই
ব্যবহারেই বড় কোনও সুযোগ হাতে এসে
যাবে। বছরের প্রথম তিন মাস কথাবার্তা একটু সংযত রাখুন। না হলে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মসূত্রে বাড়ি থেকে দূরে যেতে পারেন। ব্যক্তিগত জীবন ও
কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। আপনার শুভ রং লাল,
সবুজ।
কর্কট রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র। রাশির প্রভাবে আপনি খেয়ালি এবং অতিরিক্ত কল্পনাপ্রবণ। আপনি আবার চট করে মারাত্মক রেগে যান। চাকরি অথবা ব্যবসা দুই উপায়েই অর্থ উপার্জনে সক্ষম হবেন। খেলোয়াড়, অভিনেতাদের হঠাৎ করে বড় কোনও সুযোগ আসতে পারে। শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হত হবে। শারীরিক ক্ষেত্রেও নানা সমস্যা লেগে থাকবে। সতর্কতা অবলম্বন করা উচিত।আপনি সত্যবাদী ও ধর্ম পরায়ন হবেন। আপনার আর্থিক অবস্থা ভালো থাকলেও মাঝে মধ্যে আর্থিক সঙ্কটে পড়বেন। পিতা - মাতার স্নেহ ভালোবাসা পেলেও ভাই - বোনেদের ব্যবহারে মানসিক কষ্ট পাবেন। দাম্পত্য জীবনেও ভুল বোঝাবুঝির ফলে সাময়িক অশান্তি সৃষ্টি হতে পারে। সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা না থাকলেও তাদের স্বাস্থ্যের জন্য চিন্তা বাড়বে। ব্যাঙ্ক,বিমা,কৃষি,বাণিজ্যে নিযুক্ত ব্যক্তিদের পক্ষে বছর টি শুভ বলা যায়। এই বছরে আপনার স্বাস্থ্য ভালো থাকলেও স্নায়ুবিক দুর্বলতা,বাতজ - বেদনার কষ্ট পেতে পারেন,দুর্ঘটনার যোগ ও আছে।আর্থিক সমস্যা লেগে থাকতে পারে অতিরিক্ত অপচয়ের জন্য ।কোনও আচমকা ব্যাথায় কষ্টপেতে পারেন।স্বাস্থ্যের বিষয়ে সাবধান থাকুন।বিদ্যার্থীদের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। উচ্চশিক্ষা ও বিদেশের যোগ শুভ। দাম্পত্য জীবন মাঘ মাসের পর ভালো ও শান্তিপূর্ণ হবে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের যোগ শুরু হলো। শরীরের নিম্নাঙ্গে আঘাত, সার্বিকভাবে প্রবল বাধা। তবে জীবনের কিছু নতুন যোগাযোগ পরিণতি পাবে। বন্ধু, পরিজন, পরিচিতরা বিভিন্ন সময়ে সাহায্য করবে। রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা সাহায্য পেতে পারে। ছোট, বড় বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে শুরুতে শুভ হলেও মাঘ মাসের পর পরিবর্তন ও হতাশা। শান্তিলাভার্থে দুর্গাদেবীর পুজো-পাঠ শুভ হবে। মানসিক উন্নতিতে মুক্ত ধারণে উপকার হবে।এই রাশির শুভ সংখ্যা ৬, ১৮, ২৭, ৫৫, ৭৬। যে কোনও কাজেই আপনার প্রবল উৎসাহ কাজ করবে। প্রিয়জনেরা আপনাকে বুঝতে চাইবে না বা বুঝতে পারবে না। বছরভর ছোট ছোট সমস্যা আপনাকে বিরক্ত করবে। তবে নিজের কাজ দ্বারা খ্যাতিও লাভ করবেন। সামাজিক ক্ষেত্রেও প্রতিষ্ঠা পাবেন। স্বাস্থ্যের প্রতি নজর দিন। জ্বর, পেটের গোলমাল ভোগাতে পারে। আপনার শুভ রং সাদা, গোলাপী।
সিংহ রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ রবি। এই রাশির মধ্যে প্রভুত্ব ও শাসন ক্ষমতা বিকাশের সম্ভাবনা থাকে। আবার সৃষ্টিধর্মী শক্তিও থাকে। কর্মজীবনে খুবই উন্নতি করবেন। তবে আলস্য আর খামখেয়ালিপনাকে বিশেষ প্রশ্রয় দেবেন না। ব্যবাসায়ীদের পক্ষে নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময়। কিন্তু অংশিদারি ব্যবসা হলে নানা মতানৈক্য দেখা দেবে। শরীরের কথা ভেবে খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া উচিত।রাশির অধিপতির প্রভাবে আপনার মধ্যে একটা নেতৃত্বের প্রভাব থাকবে এবং আপনি আত্মপ্রত্যয়শীল হবেন। বর্তমান বছরে আপনার আর্থিক অবস্থা খুব একটা স্থিতিশীল থাকবে না। প্রয়োজন বিশেষে ঋণ ও করাতে পারেন।তবে আপনি আপনার পরিশ্রমী মনোভাব ও আত্মবিশ্বাস দ্বারা আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারবেন। পরিবারের সবার সঙ্গে আপনার সদ্ভাব থাকবে এবং তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবনে সাময়িক মতবিরোধ ঘটলেও আপনার দাম্পত্য জীবন সুখের বলা যায়। আপনার সন্তান ভাব শুভ। তারা মেধাবী হলেও পরীক্ষাদির সময় শারীরিক অসুস্থতার যোগ আছে। চাকুরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে, বর্তমান বছরে ব্যাবসার উত্থান - পতন ঘটলেও পরিশেষে লাভবান হবেন। আপনার নিজের শরীর ও খুব একটা ভালো যাবে না। রক্তে শর্করা বৃদ্ধি,উচ্চ রক্তচাপ এবং জলবাহিত রোগেও ভুগতে পারেন।আর্থিক অবস্থা এই বছর স্থিতিশীল থাকবে না। ফলে বুঝো খরচ করুন। ব্যবসা, আইন, চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত মানুষরা লাভের মুখ দেখতে চলেছেন।কাজের যোগাযোগ, সাফল্য ও অর্থ আসবে। উপার্জন বৃদ্ধি ও হঠাৎ কোনও সংযোগে হাতে টাকা আসবে। পারিবারিক পরিবেশে আনন্দ থাকবে। প্রেম ও বিবাহের জন্য আদর্শ সময়। নতুন বাড়ি ও যানবাহন যোগ আছে। ভ্রমণ ও উন্নতমানের জীবনধারা, সম্মান, সবই সামনে অপেক্ষা করছে। ধর্মীয় জীবনে আগ্রহ, সৎ বন্ধু লাভ হবে। বিদ্যায় সফলতা আসবে। সুসন্তান যোগ চলছে। শিব পুজোয় আরও উন্নতি হবে। সম্ভব হলে চুনী ধারণ করলে আরও উন্নতি আসবে।এই রাশির শুভ সংখ্যা ৩, ১৯, ২৫, ৬৬, ৭৫। বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে বাবা, মায়ের স্বাস্থ্য চিন্তায় ফেলবে। প্রেমে মিশ্র ফল পাবেন। ভুল বোঝাবুঝি যেমন সম্পর্কে চিড় ধরাবে তেমনই অপ্রত্যাশিত ভালোবাসাও পাবেন প্রিয় মানুষটির কাছ থেকে। চেষ্টা করুন অকারণ তর্কে না জড়াতে। আপনার কাজ আপনাকে সাফল্য এনে দেবে। এইবেলা অলসতা ঝেড়ে নতুন উদ্যমে কাজ শুরু করুন। আপনার শুভ রং হালকা নীল, কমলা।
কন্যা রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। বর্তমান বছরটি এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শুভাশুভ। যে কোনও কাজেই ভাগ্য সহযোগিতা করবে। নতুন চাকরি পাওয়ার যোগ আছে। দূর-ভ্রমণের সুযোগ আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা ততটা সুবিধার নয়। তবে বড় ক্ষতির ভয়ও নেই। শারীরিক দিক থেকেও উদ্বেগের কারণ নেই। কিন্তু যারা স্থায়ী কোনও অসুখে ভুগছেন, তাঁদের একটু সতর্ক থাকতে হবে বছরের মাঝামাঝি সময় থেকে।আপনার মননশীলতা ও বুদ্ধিমত্তা জীবনে চলার পথে সহায়ক হবে। বুধের প্রভাতে আপনার মধ্যে একটা চঞ্চলতা থাকবে যার ফলে কোনো কাজে ঠিক ভাবে মনোনিবেশ করতে পারবেন না। এই মানসিক চঞ্চলতা সংযত করতে পারলে জীবনে প্রতিষ্ঠা পেতে অসুবিধা হবে না,বর্তমান বছরে আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। বছরের দ্বিতীয়ার্ধে সাময়িক অর্থ কষ্ট দেখা দিলেও শেষের দিকে উন্নতি হবে। আপনার বিনয়ী মনোভাব এর জন্য সবার কাছে ভালোবাসা পাবেন। পরিবারের ছোটোখাটো মতবিরোধ অগ্রাহ্য করলে মানসিক শান্তি পাবেন। স্ত্রী ও সন্তানদের প্রতি আপনার দায়িত্ব ও ভালোবাসা অটুট থাকবে। তবে বর্তমান বছরে কোনো আত্মীয় বিয়োগের সম্ভাবনা আছে। ক্ষেত্রবিশেষে কোনো কারনে অন্যের দ্বারা লজ্জিত হওয়ার যোগ আছে। বর্তমান বছরে পদোন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ী দের সাফল্য অর্জন করার সম্ভাবনা ও পরিলক্ষিত হয়। বর্তমান বছরে হৃদরোগীদের সতর্ক থাকতে হবে। উচ্চ রক্তচাপ,শিরোঃরোগ ও বাতজবেদনায় ভুগতে পারেন।আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে। পরিবারের সঙ্গে গোটা বছরটা মিলেমিশে সুখে থাকবেন। শারীরিক দিক থেকে সতর্ক থাকুন।কাজের ক্ষেত্রে চাকরির জীবনে উন্নতি, ভ্রমণ, পরিবর্তন যোগ। সব রকম চ্যালেঞ্জ নিতে হবে-সামনেই সাফল্য আছে। বছর শুরুতে প্রেমের ক্ষেত্রে হতাশা থাকলেও মধ্যভাগে সব বাধা কেটে গেলে নতুন সম্পর্ক শুরু। বিদ্যার্থীদের জন্য বছরটি শুভ। বেশি খুঁতখুঁতে মনোভাব ত্যাগ করুন। গৃহ পরিবর্তন, সংস্কার, ক্রয় সবই সম্ভব। সন্তানলাভের স্বপ্নপূরণ শুরু হচ্ছে বছরের মধ্যভাগ থেকে। সবাইকে সুখী কর, উন্নতি হবে। গণেশ ও নারায়ণ পুজোয় উন্নতি হবে। পান্না ধারণে লাভ হবে।এই রাশির শুভ সংখ্যা ৯, ২৪, ৪৪, ৬৫, ৮৭। এটি আপনার জন্য উচ্চ শিখরে পৌঁছনোর বছর। কাজের ক্ষেত্রে বড় সুযোগ আসবে। যা আপনাকে অর্থনৈতিকভাবেও চাঙ্গা করবে। সামাজিক প্রতিষ্ঠা পাবেন। বন্ধুভাগ্য ভালো। শিক্ষার্থীরা পড়াশোনায় মন দিন। অনেক দূর যেতে পারবেন। সন্তানের যত্ন নিন। অনেকদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে এ বছর। আপনার শুভ রং লাল, কালো।
তুলা রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। ন্যায়নিষ্ঠা ও স্পষ্টবাদিতা আপনার গুণ। এর জন্য আপনাকে অনেক খেসারতও দিতে হবে। অনেকের কাছেই অপ্রিয় হয়ে উঠবেন। কোনও কোনও ক্ষেত্রে পরিবারের কাছের লোকেরাই আপনার বিরোধিতা করবেন। আর্থিকক্ষেত্রও মিশ্রফলদায়ক। খরচের ব্যাপারে আপনাকে একটু রাশ টানতে হবে। শরীর মোটামুটি ভালই যাবে। গুরুজনস্থানীয় কেউ অসুখে কষ্ট পেতে পারেন।এই জাতক - জাতিকারা দৃঢ় প্রতিজ্ঞ,দয়ালু এবং স্নেহ পরায়ন হয়ে থাকেন। চলতি বছরে আপনার আর্থিক স্বচ্ছলতা থাকলেও ব্যায় বৃদ্ধি ও পরোপকারী মনোভাব থাকার ফলে আর্থিক অসুবিধার মধ্যে পড়তে পারেন। পিতা - মাতার প্রতি কর্তব্য পালন ও দায়িত্ববোধের পরিচয় দিলেও পিতার দিক থেকে খুব একটা সহানুভূতি পাবেন না। ভাই বোনেদের প্রতি স্নেহশীল হতেও মাঝে মধ্যে তাদের ব্যাবহার আপনাকে মানসিক কষ্ট দিতে পারেন। দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না,সন্তানদের বিষয় উদ্বেগ দেখা দিতে পারে। ব্যাবসায় আপনার আগ্রহ থাকলেও চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভবনা আছে। বর্তমান বছরে শারীরিক অবস্থা ভালো থাকলেও পেটের কোনো রোগের সম্ভাবনা প্রবল। মদ্যপান থেকে বিরত থাকুন ও সতর্ক ভাবে চলাফেরা করুন।আর্থিক স্বচ্ছলতা থাকলেও ব্যয়বৃদ্ধি ঘটবে। তবে কারও ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। চাকুরি ক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও, দাম্পত্য জীবন সুখে কাটতে নাও পারে। অনেকদিন বাধা, সমস্যার পর এই বছর আপনার ভালো হবে। ক্রোধের বশবর্তী হয়ে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন। এই বছর অর্থভাগ্য উর্ধমুখী, হঠাৎ লাভ হতে পারে। তবে টাকা থাকলেও শান্তি, সুখ নেই, বাড়িতে সমস্যা, বিরোধ লেগে থাকবে। মধ্যভাগ থেকে আংশিক শুভ ও নতুন সম্পদ ও স্থান পরিবর্তন দ্বারা স্বস্তি হবে। বিদ্যার্থীদের বহু শ্রম ও চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে গোলমাল ও নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে। ভাগ্যের নতুন মোড়, বৈদেশিক যোগাযোগ দৃষ্ট হয়। মহালক্ষ্মী স্তুতি ও পুজোয় কিছু শান্তি আসবে। হিরে বা সাদা জারকন উপকার দেবে।এই রাশির শুভ সংখ্যা ৬, ২৯, ৫৪, ৭৫, ৯১। বিবাদ থেকে দূরে থাকুন। বছরের শুরু দীপ্তিময় হবে। স্বাস্থ্য সম্পর্কিত কোনও সমস্যায় প্রায়ই ভুগতে হবে। পরিবারের খেয়াল রাখুন। ভেবেচিন্তে কথা বলবেন। নাহলে প্রিয়জন কষ্ট পেতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে এ বছর। কর্মক্ষেত্রের পরিবেশে অনুকূল হবে। বছরের মাঝামাঝি নতুন আয়ের দিশা দেখতে পাবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মন দিন। ভালো ফলাফল পাবেন। বিবাহিত জীবন সুখকর। আপনার শুভ রং হলুদ, সবুজ।
বৃশ্চিক রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। আপনারা সাধারণত স্বাধীনতাপ্রিয় হয়ে থাকেন। আত্মমর্যাদাকে আপনারা বিশেষ গুরুত্ব দেন। বর্তমান বছরে আপনাদের আয় যেমন বাড়বে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে খরচ। ঘনিষ্ঠজনের থেকে আর্থিকক্ষেত্রে সহযোগিতা পাবেন। চাকরি বা ব্যবসায় কোনও সমস্যা নেই। ভালই থাকবে। শরীরও মোটামুটি ভাল থাকবে। তবে পরিবারের কারও মারাত্মক ব্যাধি হতে পারে।বছরের প্রথম দিকে আপনার আর্থিক অবস্থা ভালো থাকলেও বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক সঙ্কটে পড়তে পারেন,আবার নিজের বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা সেই সঙ্কট থেকে মুক্তি ও পাবেন। আপনি স্বাধীনচেতা হওয়ায় পরিবারের সব মতামত মেনে নিতে না পারার ফলে সাংসারিক অশান্তি সৃষ্টি হবে। পিতা - মাতার প্রতি কর্তব্য পালন করলেও কিছু টা দূরোত্ব থেকে যাবে। দাম্পত্য জীবন মোটামুটি থাকলেও পত্নী স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা আছে। সন্তান ভাগ্য শুভ হলেও তাদের শিক্ষার ব্যাপারে চিন্তায় থাকতে হবে। এই বছর ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি করবে ।বর্তমান বছরে শারীরিক অবস্থা ভালো থাকলেও উচ্চ রক্তচাপ,লিভার বৃদ্ধি ও ভাইরাস সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও আছে। দুর্ঘটনা জনিত কারনে শয্যাশায়ী হওয়ার ও সম্ভাবনা আছে।সংসারে অশান্তি দেখা দিতে পারে। ভাইবোনদের মধ্যে মনোমালিন্যা সমস্যা বাড়াতে পারে। শারীরিক অবস্থা মোটের উপর ভালো থাকবে। চাকরি থেকে শিক্ষাক্ষেত্রে বছরটি শুভ।শনির সাড়েসাতির শেষ পর্যায়। বহু তিক্ত অভিজ্ঞতা ও দুঃখের অবসান হতে চলেছে। নতুন চাকরির যোগাযোগ আসবে। পদোন্নতি হবে। বেতন বৃদ্ধি হওয়ার যোগ। ব্যবসায়ীরা কিছু যোগাযোগ পাবে। রাজনীতির ক্ষেত্রে শুভ। এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে ফোকাস বা লক্ষ্য স্থির করে, সময় নষ্ট না করে এগোতে হবে। ভালো সাফল্যের জন্য মনোসংযোগ ও পরিশ্রম উভয়ই প্রয়োজন। বিদ্যার্থীদের শুভ সময়। সন্তান লাভের জন্য আদর্শ। অতীতের কোনও চেষ্টার ফসল ফলাবে। সম্পর্কের ক্ষেত্রে সাবধান। কূটনীতি ও সতর্কতা দরকার। হনুমান চালিশা পাঠ করুন। প্রবাল ধারণে উপকার পাবেন।এই রাশির শুভ সংখ্যা ১, ১৫, ৩৩, ৬৬, ৭১। এ বছর আপনার জন্য প্রচুর চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যদি আপনি দৃঢ়তার সঙ্গে তা গ্রহণ করতে পারেন আপনাকে পায় কে। বছরের প্রথম দিকটা শারীরিক অসুস্থতা নাজেহাল করবে। আপনার বিরোধীরা পরাজিত হবে। বছরভর আর্থিক ব্যয়ের যোগ রয়েছে। খরচ করুন মেপে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে চান তাদের জন্য ভালো সুযোগ অপেক্ষা করছে। প্রেমে বাধা থাকলেও বিবাহিত জীবন সুখের হবে। আপনার শুভ রং কালচে লাল, হলুদ।
ধনু রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। আপনারা পরিশ্রমী ও আদর্শবাদী হন। সংগ্রামী শক্তি থাকে আপনাদের মধ্যে। ভাগ্য সহায় না হলেও আপনারা পরিশ্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠা অর্জন করেন। এই বছরটা অবশ্য ভাগ্য অনেকটাই সহায় হবে। লড়াই কম থাকায় দেহে মনে শান্তি পাবেন। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ নিতে পারেন। শরীর ভাল যাবে। কিছু শৌখিন কারণে খরচ বাড়তে পারে।বর্তমান বছরে বৃহস্পতির প্রভাবে আপনার আর্থিক অবস্থার স্বচ্ছলতা আসবে। বর্তমান বছরে ব্যায় বৃদ্ধি হলেও আপনি মিতব্যয়ী হলে কিছু সঞ্চয় করতে পারবেন। পিতা - মাতার প্রতি আপনার দায়িত্ব অটুট থাকবে,এবং তাদের কাছ থেকে স্নেহ ও ভালোবাসা পাবেন ভাই বোনের সঙ্গেও সদ্ ভাব বজায় থাকবে। আপনার রাশির অধিপতি গ্রহ শুভ ভাবে অবস্থান করলে সামাজিক হিসাবে সুখ্যাতি ছড়িয়ে পড়বে। পেশার সাথে যুক্ত যারা তারা বিশেষ ভাবে সুনাম অর্জন করবেন। বর্তমান বছরে আপনার শরীর খুব একটা ভালো যাবে না। শিরঃপীড়া,যকৃত,জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তা ছাড়া আঘাত জনিত কারণে সামরিক শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা ও আছে। বর্তমান বছরে হৃদরোগীদের খুবই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে।আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে। সুখ্যাতি অর্জন করার সুযোগ আসবে। পরিবারের সকলের সঙ্গে বছরটি ভালো কাটবে।শনির সাড়েসাতির মধ্যে দিয়ে বছর শুরু। খুব বাধার মধ্যে চেষ্টা করে এগোতে হবে। বছরের মধ্যভাগ থেকে অনেকটা ভালো, চাকরি, ব্যবসা সব ক্ষেত্রে বিচক্ষণ হয়ে পা ফেলতে ও লগ্নি করতে হবে। স্ত্রীর/স্বামীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। প্রেম ও বিবাহের জন্য খুব ভালো সময় নয়। ভ্রমণ হবে। সম্পত্তি, বাড়ি, গাড়ি লাভ। শরীর নিয়ে সমস্যা থাকবে। শত্রুরা পীড়া দেবে। কার্তিক মাসের পর, ঈশ্বর চিন্তা করে আনন্দ পাবেন। মানসিক চিন্তা ও নানা কারণে উদ্বেগের বছর। কেরিয়ারের দিক দিয়ে উন্নতি হবে অগ্রহায়নের পর। শিব মন্ত্র জপ ও পুজোয় শান্তি লাভ। পীতাভ পোখরাজ ধারণে অনেকটা সাহায্য হবে।এই রাশির শুভ সংখ্যা ৬, ১২, ৩৩, ৫২, ৮৬। এবছর জীবনে উন্নতির জন্য প্রচুর সুযোগ পাবেন। আপনার সংকল্পের একাগ্রতা আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। বছরের দ্বিতীয়ার্ধে আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। বছরের মাঝামাঝি কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে সাহস করে পরিস্থিতির মোকাবিলা করুন। জয় আপনার হবেই। প্রেমে পড়ার যোগ রয়েছে। তবে চোখ কান খোলা রেখে তবেই এগোন। বিয়ের যোগ রয়েছে। আষাঢ় মাসেই বিয়ে হয়ে যেতে পারে। মা, বাবার স্বাস্থ্য আপনাকে ভাবাবে। যারা সরকারি চাকুরির পরীক্ষা দিতে চান, অবশ্যই চেষ্টা করুন। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আপনার শুভ রং লাল, গোলাপী।
মকর রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ শনি। দুঃখ-কষ্ট থেকে মুক্তির শক্তি যোগায় শনি। আপনারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। মেধা এবং পরিশ্রমের খামতি বুদ্ধি দিয়ে মিটিয়ে দেন। পারিবারিক ক্ষেত্রে সবকিছু আপনার আয়ত্তের মধ্যেই থাকবে। চাকরি-ক্ষেত্রে অবাঞ্ছিত সমস্যা দেখা দিতে পারে। আপনি তা থেকেও বেরিয়ে আসতে পারবেন। মান-সম্মান বৃদ্ধি ও পদন্নোতির যোগ আছে। ব্যবসায়ীদের জন্য সময়টা শুভাশুভ। শরীরের প্রতি যত্নবান হতে হবে। কিছু কিছু সমস্যা আপনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না।শনির প্রভাবে আপনি
পরাক্রমী,পরিশ্রমী
ও ন্যায়
পরায়ন হয়ে
থাকেন।
মাতা - পিতার
প্রতি কর্তব্য
ও দায়িত্ববোধ
থাকবে।
ভাই বোনেদের
প্রতি স্নেহশীল
হলেও তাদের
কোনো অন্যায়
আচরণ কে প্রশ্রয় দেবেন
না।
এ বিষয়ে
তাদের মতবিরোধ
থাকলেও তারা
কিন্তু আপনাকে
শ্রদ্ধা করবে,
দাম্পত্য জীবন
খুব একটা
সুখের না হলেও পরস্পরের প্রতি
ভালোবাসা ও সম্পর্কে মিষ্টতা
থাকবে।
বর্তমান বছরে
সন্তানদের শিক্ষা
ও স্বাস্থ্যের
ব্যাপারে চিন্তায়
থাকতে হবে। এই বছর আপনার আর্থিক
স্বচ্ছলতা না থাকলেও অসুবিধা হবে
না।
চাকুরি ক্ষেত্রে
উন্নতির যোগ
আছে, বনবিভাগ,রেল দপ্তর বা বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে
নিযুক্ত ব্যক্তিদের
পদোন্নতি হওয়ার
সম্ভাবনা আছে। চর্ম,লৌহ ও খনিজ
জাতীয় ব্যবসায়ীদের
লাভবান হওয়ার
যোগ পরিস্কার। বর্তমান
বছরে অবিবাহিত
দের বিবাহ
যোগ দৃষ্টিত
হচ্ছে।
এই বছরে
পিত্ত,কিডনি
ও চক্ষু
রোগে আক্রান্ত
হতে পারেন।দাম্পত্য জীবন সুখের না হলেও আন্তরিকতা থাকবে। আর্থিক দিক দিয়েও এই বছরটা ভালো কাটবে। অবিবাহিতদের বিবাহ যোগ রয়েছে।এই বছর আগের থেকে ভালো, তবে শরীর নিয়ে গোলযোগ থাকবে। বছরের শেষভাগ থেকে ভালো হবে। বিবাহযোগ্যদের সুযোগ এসেছে। শরীরের নিম্নভাগে আঘাত। শরীর নিয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ ও উন্নতি হবে। কর্মপ্রার্থীদের বছরের শুরু থেকে মধ্যভাগ অবধি যোগ আছে। আর্থিক উন্নতি এই বছরের মধ্যভাগ থেকে শুরু হচ্ছে। বিদ্যা ক্ষেত্রে শুভ যোগ। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আছে। এই বছর ছোট-বড় বিদেশ ভ্রমণের জন্য লক্ষনীয়। দক্ষিণাকালীর ধ্যান ও পুজো করণীয়। প্রয়োজনে নীলা ধারণে শুভ হবে।এই রাশির শুভ সংখ্যা ১, ১৮, ২৯, ৪৫, ৭৭। জীবন আপনাকে এ বছর অনেক কিছু শেখাবে। ভালো, মন্দের আসল চেহারা আপনার সামনে আসবে। আয় হবে, তবে তার সঙ্গে ব্যয়ও হবে সমানতালে। আপনার পরিশ্রমই আপনাকে কর্মক্ষেত্রে সফলতা এনে দেবে। শিক্ষার্থীদের জন্য এ বছরটা শুভ। বাড়ির বড়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে ভাদ্র, আশ্বিন মাস নাগাদ। বৈবাহিক জীবনে সব ভুল বোঝাবুঝি কেটে যাবে। জাতক জাতিকাদের এ বছর উন্নতির যোগ রয়েছে। হাল ছাড়লে চলবে না। আপনার শুভ রং বেগুনি, সবুজ।
কুম্ভ রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ শনি। শনিকে গ্রহরাজ বলা হয়। তিনি সর্বদা আপনার সঙ্গে থাকবেন। তাই ভাগ্যবিপর্যয় তেমন কিছু ঘটবে না বর্তমান বছরে। আপনার সঞ্চয়ের নেশা প্রবল হওয়ায় আপনার জীবনে অর্থকষ্ট কম। আর্থিক আয় চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রেই শুভ। কিছু পজেটিভ পরিবর্তনের যোগ আছে। তবে তার জন্য মানসিক ও শারীরিক চাপ বাড়বে। পুরনো রোগ বেড়ে যাওয়ায় শয্যশায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।বর্তমান বছরে আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকলেও মাঝে মাঝে আর্থিক অবস্থার ঘাটতি দেখা দেবে। আপনি উপকারী হওয়ায় সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারবেন। মাতা - পিতার প্রতি কর্তব্য পরায়ন হবেন। ভাইবোনদের প্রতি ভালোবাসা থাকলেও তাদের কোনো অন্যায় আচরণে প্রতিবাদ করতে কুণ্ঠিত হবে না,দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি হলেও সুখী থাকবেন তবে সন্তান ভাগ্য শুভ বলা যায়। চাকুরি এবং ব্যাবসা উভয়বিধ দ্বারা অর্থ উপার্জনে সক্ষম হবেন। তবে বর্তমান বছরে মাতৃ স্থানীয় কারো শরীর এর অবনতি হতে পারে। আপনার শরীর খুব একটা ভালো যাবে না জন্ডিস,চোখের সমস্যা প্রভৃতি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কী সাময়িক শয্যাশায়ী হওয়ার ও সম্ভাবনা রয়েছে।আর্থিক দিক থেকে গোটা বছর ভালো কাটলেও মাঝে সাজে আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে আপনাদের। দাম্পত্যজীবন সুখেই কাটবে। শরীরের দিকে নজর দিন।এই বছর শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। রাহুর প্রভাবে বাধা হবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। সন্তানের কারণে দুশ্চিন্তা বাড়বে। প্রেমের ক্ষেত্রে বিশেষ আশা না করাই ভালো। মনঃকষ্ট বাড়বে। কর্মক্ষেত্রে কোনও বাধা নেই। আর্থিক উন্নতি হবার বছর। শনির সাড়েসাতি শুরু হবে বছরের মধ্যভাগে। সবদিকে সচেতন থাকতে হবে। বিশেষ করে শরীর নিয়ে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসবে। পরকীয়া প্রেমের সম্পর্কে সাবধান থাকুন। ভুল পদক্ষেপে জীবনের গতি রুদ্ধ হতে পারে। বিদেশ যাত্রা, শিক্ষা ও বিদেশে কর্মলাভের সুবর্ণ সুযোগ শুরু হবে। দক্ষিণাকালী দর্শন ও পুজো করুন। জীবন স্বচ্ছ হবে। নীলা ধারণে সুফল হবে।এই রাশির শুভ সংখ্যা ৭, ১২, ৩৪, ৫৫, ৯০। জীবনে নতুন রসদ খুঁজে পাবেন। যা আপনার মন ও শরীরকেও প্রভাবিত করবে। দীর্ঘদিনের কোনও রোগভোগ এ বছর কেটে যাওয়ার যোগ রয়েছে। আপনার সিদ্ধান্ত এ বছর উন্নতির ভিত্তি স্থাপন করবে। ধনসম্পদ বাড়বে। কঠিন প্রচেষ্টা আপনাকে লাভবান করবে। আপনার বুদ্ধিমত্তাই আপনার মূল অস্ত্র, যা দিয়ে আপনি অনায়াসে
আপনার শত্রুদের ঘায়েল করে দেবেন। গুরুজনদের প্রশংসা পাবেন। বিবাহিত জীবনেও সঙ্গী বা সঙ্গিনীর
সমর্থন আপনাকে সাহস জোগাবে। যারা পড়াশোনা করছেন তাঁদের কঠিন পরিশ্রম করা দরকার। আপনার শুভ রং লাল, আকাশী।
মীন রাশি:
আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। বর্তমান বছরটি কাজকর্মের ব্যাপারে বিশেষ অগ্রগতির সম্ভাবনা। অকল্পিত অর্থব্যায়ের সম্ভাবনা প্রবল। চাকরিক্ষেত্রে সুনাম বজায় থাকলেও চাহিদা পূরণ হবে না। ব্যবসায়ীদের পক্ষে বছরটা শুভাশুভ। গোটা বছরটা শারীরিক দিক থেকে ভাল গেলেও পরিবারের অনেকেরই রোগভোগ চলবে। বয়স্কদের ফুসফুস সংক্রান্ত রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। সতর্ক থাকা দরকার।বর্তমান বছরে আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকলেও আপনার উদারতা ও সহানুভূতিশীল মানসিকতার জন্য ব্যায় বৃদ্ধি পাবে। বর্তমান বছরে মাতৃ ভাব শুভ হলেও পিতৃ ভাব শুভ নয়। ভাই বোনেদের প্রতি স্নেহশীল হলেও প্রয়োজনে তাদের কাছ থেকে সহযোগিতা নাও পেতে পারেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির ফলে মানসিক অশান্তি সৃষ্টির সম্ভাবনা আছে। সন্তানদের স্বাস্থ্য শুভ হলেও শিক্ষা ভাব শুভ নয়। চাকুরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে। বছরের দ্বিতীয়ার্ধে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন। মজুতদারি,বিজ্ঞাপন ও ইলেকট্রনিক ব্যাবসায় লাভবান হতে পারেন। বর্তমান বছরে ভারী কোনো রোগে আক্রান্ত যেমন ভাইরাল ফিবার,রক্তচাপ বৃদ্ধি এবং বিশেষ করে হৃদরোগীদের এই বছর টি বিশেষ সতর্ক থাকতে হবে।আর্থিক ব্যয় বাড়তে পারে। পড়তে পারেন আর্থিক সমস্যাতেও। বছরের দ্বিতীয়ার্ধে সাফল্যের মুখ দেখতে পারেন। চাকুরিক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। গৃহ, নির্মাণ, পরিবর্তনের প্রবল যোগ। তবে সুখ-শান্তির বড়ই অভাব দেখা দেবে। স্কুল শিক্ষার্থীদের মনোযোগের অভাব। অসৎ বন্ধুর কারণে বিদ্যা, সংসার সব ক্ষেত্রে সংকট তৈরি হবে। কর্মক্ষেত্র শুভ, পদোন্নতি হওয়ার ইঙ্গিত আছে। আর্থিক উন্নতি হবেই। আয় ও পদোন্নতির সময়। কর্মক্ষেত্রে গুপ্তশত্রুরা সমস্যা দেবে। মানসিক চাপ যুক্ত অবস্থা। মাতার দেহভাব শুভ যাবে না। ক্রোধ সংবরণ না করলে বিপদ। প্রেমের ক্ষেত্রে সংকট হলেও খুব অশুভ পরিণতি হবে না। ভ্রমণ, বিদেশে কর্ম, ব্যবসা করার যোগ আসবে। শিব পুজোয় সুফল হবে। পীতাভ পোখরাজ ধারণ অবশ্যই করা উচিত।এই রাশির শুভ সংখ্যা ৯, ১৫, ২৭, ৬৭, ৮৭। বছরটি আপনার জন্য প্রগতিশীল। স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। এ বছর আপনার জন্য কাজের চাপ অপেক্ষা করছে। তবে আপনার একাগ্রতা অনায়াসে কঠিন পরিস্থিতি সামলে নেবে। বছরের প্রথম দিকে আর্থিক চাপ থাকলেও আস্তে আস্তে তা কেটে যাবে। কোনও বড় বিনিয়োগ না করাই ভালো। বিবাহিত জীবন খুব ভালো কাটবে। আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে যথার্থই বুঝবেন। পেশাগত কারণে অন্যত্র যেতে হতে পারে। বছরের শেষের দিকে ভালো পরিবর্তন আসবে। এ বছর স্বাস্থ্যকে প্রাধান্য দিন। শরীরের অবহেলা করা মোটে ঠিক হবে না। আপনার শুভ রং সোনালী, লাল।
COMMENTS